প্রথমত, একটা কথা অস্বীকার করার সুযোগ নেই। তা হলোঃ নির্বিকে সম্প্রতি সময় প্রশ্নোত্তর আগের থেকে কমে গেছে। এমতাবস্থায়, এই অনুমতি দিলে নির্বিকে আবারও আগের মত প্রশ্নোত্তর বাড়বে। দ্বিতীয়ত, নতুন পয়েন্ট সিস্টেম কার্যকর হওয়ায় সবার পয়েন্টই অনেক কমে গেছে। তাই সবার মধ্যে পয়েন্ট পাওয়ার ... নয়, বরং অনুরোধ। তাই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আমি মনে করি, সীমিত সময়ের জন্য হলেও এ অনুমতি দেওয়া উচিত।
12 জুলাই 2020
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে
জিজ্ঞাসা
ইফতি