216 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 3
মসজিদে ঢুকে আগে কি বসতে হবে নাকি দুই রাকাত সালাত পড়তে হবে বিস্তারিত কোরআন ও হাদিস থেকে জানতে চাই।

এবং যদি শুক্রবারে মসজিদে ঢোকার সময় ইমাম সাহেব কুদবা পড়েন তাহলে কি বসে যাব নাকি দুই রাকাত নামাজ পড়ে তারপর    প্লিজ  কেউ কোরআন হাদিস থেকে বলে দিবেন?

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 2
জ্বি,মসজিদে প্রবেশ করে ২ রাকাত সালাত (তাহিয়্যাতুল মসজিদ) আদায় করতে হয়,এইটাই হাদিসের আলোকে বললাম।

আর শুক্রবারে মসজিদে প্রবেশ করে যদি দেখেন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন তাহলে ২ রাকাত সালাত আদায় করে খুতবা শোনার উদ্দেশ্যে বসে পরতে পারেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...