184 বার প্রদর্শিত
"প্রেম-ভালোবাসা" বিভাগে করেছেন Level 1
আমাকে দেখে যখন আমি তাকাই না। আবার এমন ভাব ধরে যেনো আমি কাগজের সমতুল্য। তখন বিষণ খারাপ লাগে। তারপর মেয়েটার নাম পাপড়ি আর আমি পার্থ মেয়েটার সম্পর্কের যখন ভাবি সব কিছু এক রকম লাগে যেমনঃ চলাফেরা, কথা,রাগ, অভিমান,পরিবার তাছাড়া বড় কথা ওর ভাইয়ের নাম আর আমার ভাইয়ের নামও এক। ও আর আমি পড়াশোনা করি একই গ্রামে থাকি শুধু দেখা দেখি হয় বুঝতে পারি না প্রেমে পরেছে কী না। মেয়েটার চোখ দুটা আবার অনেকে বড় ভয় লাগে আবার একটু লজ্জাও লাগে। কি যানি কী না বলে। মোট কথা মেয়েটার সাথে ৯৮% মিলে যায়। আর মনে হয় আমাকে পুরো কপি করছে। ঠিক আমি যেমনটা।

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
হতে পারে সে আপনাকে পছন্দ করে অথবা আপনার এটেনশান পাওয়ার চেষ্টা করতেছে। এখন আপনি তাকে পছন্দ করেন কিনা সেটা মূল বিষয়। আপনার যদি তাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে দেখতে পারেন। কারণ শেষ পর্যন্ত ছেলেদেরই প্রপোজ করতে হয়।সে তো আর এসে আপনাকে প্রপোজ করবে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

4 টি উত্তর
2 টি উত্তর
29 মার্চ 2019 "প্রেম-ভালোবাসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Alexi Level 1
2 টি উত্তর
3 টি উত্তর
18 নভেম্বর 2018 "প্রেম-ভালোবাসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজানা পথিক Level 1
1 উত্তর
26 সেপ্টেম্বর 2019 "প্রেম-ভালোবাসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Naeem khan Level 4
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...