204 বার প্রদর্শিত
"প্রেম-ভালোবাসা" বিভাগে করেছেন Level 1
আমি শাহরিন। আমার বয়স বর্তমানে ২০ বছর।  আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। কিছুদিন পর দ্বিতীয় বর্ষে উঠবো। 

আমার একজনকে খুব ভালো লাগে। বলতে গেলে রীতিমতো তার প্রেমে পড়েছি। সরে আসতে চাইলেও কিছুতেই পারছিনা। 

আমি আমাদের ক্যাম্পাসের একটি সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। আমি যে  মানুষটার প্রেমে পড়েছি সে আমাদের ক্যাম্পাসের ছাত্র। আমার থেকে তিন বছরের বড়। তার স্নাতক প্রায় শেষ. কিন্তু ধর্ম আলাদা। আমি মুসলিম সে হিন্দু। 

কিন্তু যাই হোক ধর্মটা আমার কাছে বিষয় ছিলোনা। 

এই ছেলেটা খুব কো অপারেটিভ।  সবার সাথেই ভালো ব্যবহার করে। দেখতেও খুব সুন্দর। কিন্তু দুষ্ট। প্রথম দেখাতেই ভালো লাগার মতো। 

আমার সাথেও ভদ্র ব্যবহার করে। কিন্তু সে একটু  কম কথা বলে। 

তার সাথে আমার পরিচয় ৩ মাসের মতো। কিন্তু এই তিন মাসেই আমার তার প্রেমে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। 

আমি সেই ছেলেটিকে আমার এইসব বিষয়ে কিছু বলিনি। 

আমি এই ছেলেটিকে আমার হৃদয় থেকে সরাতে চাই। কারণ  তার সাথে আমার কোনো কিছু সম্ভব না। 

কিন্তু তারপরেও আমার মন থেকে আমি তাকে সরাতেই পারছিনা। দেখা হলেই কথা বলি।  কিন্তু তার সাথে কথা বলতে গেলেই আমার মধ্যে এক প্রকার লজ্জা কাজ করে। আর তার সাথে আমি কোনো মেয়ে মানুষ সহ্য করতে পারিনা। 

আমার এটি কি ধরণের প্রেম আমি জানিনা। কিন্তু আমি এখান থেকে সরে আসতে চাই। 

সে আমাদের ক্যাম্পাসেরই চারুকলার ছাত্র। 

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 2
ইসলামে বিয়ের আগে প্রেম করা জিনার গোনাহের মতোই। আর হিন্দু কাউকে বিয়ে করাও বৈধ নয়। আপনি আপনার রবের সাথে আপনার সম্পর্কটি ঠিক করুন সব ঠিক হয়ে যাবে তখন ইন শা আল্লাহ। বিষয়টি কেমন? যেমন আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করুন পরিপূর্ণ পর্দা করুন..পরপুরুষদের থেকে দূরে থাকুন..দীনি জ্ঞান অর্জন করুন..যারা দীন মানে তাদেরকে বান্ধবী বানান। প্রেম করার সময় সবারই মনে হয় মেয়েটি পৃথিবীর সেরা আর ছেলেটিও কিন্তু বাস্তব একদম ভিন্ন। এটা এক ধরনের মোহ। এজন্য ইসলামে মেয়েদের পর্দার বিধান দেওয়া হয়েছে..যাতে অনাকাংখিত কিছুতে পড়ে কারো জীবন নষ্ট না হয়..শয়তানের মিথ্যা প্রলোভনে কেউ যেন ধোকাঁ না খায়..

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
0 টি উত্তর
23 সেপ্টেম্বর 2021 "প্রেম-ভালোবাসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন আশরাফুল৯ Level 1
1 উত্তর
16 অগাস্ট 2021 "প্রেম-ভালোবাসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মুক্তা Level 1
2 টি উত্তর
11 জুলাই 2020 "প্রেম-ভালোবাসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
2 টি উত্তর
03 অক্টোবর 2019 "প্রেম-ভালোবাসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
3 টি উত্তর
18 মে 2019 "প্রেম-ভালোবাসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন MD:Rakib Khan Level 2
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...