search
প্রবেশ
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।প্রশ্ন উত্তর করতে এখনই নিবন্ধন করুন।
38 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে

1 উত্তর

1 টি ভোট
উত্তরঃ পরিশ্রমী নয় বুদ্ধিদীপ্ত, যেভাবে পড়াশোনা করা যায় সেটা উল্লেখ করা হলঃ বুদ্ধিদীপ্তের মাধ্যমে ভালোভাবে পড়াশোনা করা যায় । বুদ্ধিদীপ্তের মাধ্যমে বুঝে বুঝে পড়াশোনা করা হলে সফল অনিবার্য । কারণঃ না বুঝে পড়া মুখস্থ করলে তো পড়া ভুলে যাবেনই । শুধু কি তাই? না বুঝে পড়ার আনন্দটাই মাটি । না বুঝার কারণে পড়া মুখস্থ করতেও আপনার সময় নষ্ট হবে । যার কারণে আপনাকে একটি পড়া বার বার পড়তে হবে । বুঝে পড়লে পড়া মনে রাখার জন্য বেশি সময় লাগে না । সে সময়টুকু বাঁচলে আপনি আরও অন্যান্য বিষয় পড়ে ফেলতে পারবেন । না বুঝে পড়া মুখস্থ করলে বোঝার ক্ষমতাও ধীরে ধীরে কমে যায়, সৃজনশীলতাও মরে যায় । মুখস্থ বিষয়বস্তু নিজের জীবনে কাজে লাগানো যায় না । এজন্য পড়াটা ভালোভাবে বুঝতে হবে । পড়া ভালোভাবে বুঝে বিষয়বস্তু সংশ্লিষ্ট সমস্যা বা প্রশ্নগুলো অনুশীলন করতে হবে । বিষয়টি গভীরভাবে চিন্তা করতে হবে । এর ফলে বিষয়টি শুধু পাঠ্যবিষয়ের মাঝে সীমাবদ্ধ থাকে না । এমনকি জীবনে সমস্যা সমাধানে কোনো একদিন কাজে লাগাতে পারেন । বুদ্ধিদীপ্তের সাথে এভাবে পড়াশোনা করা যায় ।

সম্পর্কিত প্রশ্ন

1 উত্তর
09 অগাস্ট 2019 "রূপচর্চা" বিভাগে জিজ্ঞাসা Ripon ali
1 উত্তর
15 মে 2018 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা Tanzil
2 টি উত্তর
8 টি উত্তর