461 বার প্রদর্শিত
"খেলাধুলা ও শরীরচর্চা" বিভাগে করেছেন

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 8

ওয়ানডে ক্রিকেটে ১৯৯২ সাল থেকেই 'ফিল্ডিং রেস্ট্রিকশন' নামে প্রথম ১৫ ওভারের একটা 'পাওয়ার প্লে' ছিল। তখন সেটাকে অনেকে শুরুর 'স্লগ ওভার' বলে ডাকতেন। সে সময় নিয়মটা ছিল, এই ১৫ ওভারে দুজন খেলোয়াড় ৩০ গজ সীমানার বাইরে থাকতে পারবেন; বাকী ৩৫ ওভারে ওই সীমানার বাইরে থাকতে পারবেন পাঁচজন খেলোয়াড়। এরপর ২০০৫ সালে বাধ্যতামূলক এই ফিল্ডিং সীমাবদ্ধতা কমিয়ে আনা হল দশ ওভারে। সঙ্গে যোগ করা হল দুটি পাওয়ার প্লের ১০ ওভার; পাঁচ ওভার করে একটি ব্লক। তখন দুটি পাওয়ার প্লেই ছিল ফিল্ডিং দলের হাতে। এরপর ২০০৮ সালে এই দুটির একটি পাওয়ার প্লে দিয়ে দেয়া হয় ব্যাটসম্যানদের হাতে। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছিল ফিল্ডিং দল ১১ থেকে ১৫তম ওভার এবং ব্যাটিং দল ৪৬ থেকে ৫০তম ওভার পাওয়ার প্লে নিচ্ছে। ২০১১ সালে এই প্রচলন ঠেকাতে আইন করে দেয়া হয়—১১ থেকে ১৫তম ও ৪১ থেকে ৫০তম ওভারে পাওয়ার প্লে নেয়া যাবে না; মানে যা পাওয়ার প্লে নেওয়ার নিতে হবে ১৬তম থেকে ৪০তম ওভারের মধ্যে। এই আইন এখনও আছে। তবে গত বছর অক্টোবর মাসে আবার আইন সংশোধন করে ফিল্ডিং দলের পাওয়ার প্লে ব্যাপারটাই বাদ দিয়ে দেয়া হয়েছে। ফলে এখন বাধ্যতামূলক ১০ ওভার ফিল্ডিং রেস্ট্রিকশনের বাইরে একটাই ৫ ওভার পাওয়ার প্লে আছে—সেটা ব্যাটসম্যানদের হাতে। এই ব্যাটিং পাওয়ার প্লে নিয়েই যত গোলমাল। এ ব্যাপারে বৈশ্বিক কোনো পরিসংখ্যান পাওয়া না গেলেও ক্রিকেট বোদ্ধাদের বিশ্লেষণ বলছে, কোনো দলই এই ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে খুব স্বস্তিতে নেই। এই সময়ে কিছুটা রান বেশি ওঠে বটে; কিন্তু বেশি বেশি উইকেট পড়ে গিয়ে আরও বিপাক ঘটায়। দেখা গেল, ভারত-পাকিস্তান-ইংল্যান্ড অধিনায়ক প্রকাশ্যেই বলেছেন, তারা এখনও ঠিক জানেন না, ব্যাটিং পাওয়ার প্লে ব্যাটসম্যানদের উপকার করে কী না!

করেছেন Level 6
খুব ভাল উত্তর দিয়েছেন।
করেছেন Level 8
ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
15 অক্টোবর 2018 "খেলাধুলা ও শরীরচর্চা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ran Ran Ran Level 7
1 উত্তর
04 ডিসেম্বর 2018 "খেলাধুলা ও শরীরচর্চা" বিভাগে জিজ্ঞাসা করেছেন AJ Islam Level 3
1 উত্তর
05 অক্টোবর 2018 "খেলাধুলা ও শরীরচর্চা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ran Ran Ran Level 7
1 উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...