আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য ,(সুরা জারিয়াত ৫৬)। এটা থেকেই বোঝা যাই যে আল্লাহ তা'আলা আমাদেরকে শুধুমাত্র তার ইবাদাত করার জন্য সৃষ্টি করেছেন। এছারা আমাদের কাছে আল্লাহ তাআলা নবী-রাসূলদের পাঠিয়েছেন তাঁর দীন তথা ধর্ম থেকে দূরে সরে যাওয়া মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য।
কিন্তু শয়তান আমাদের ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করবেই । যখন আল্লাহ আদম আঃ কে সৃষ্টি করলেন তখন ফেরেশ্তারা সকলেই সিজদাবনত হলো - কেবল ইবলিশ ব্যতীত । সে অহংকার করল এবং কাফিরদের অর্ন্তভুক্ত হলো । তাই আল্লাহ তাকে শাস্তি দিলেন এবং বললেন "নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং তোমার উপর আমার লা'নত স্হায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত "।
এরপর শয়তান বলল "আমার প্রতিপালক ! আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত । তিনি বললেন, তুমি অবকাশ প্রাপ্তদের অর্ন্তভুক্ত হলে - অবধারিত সময় উপস্হিত হওয়ার দিন পর্যন্ত । সে বলল- আপনার ক্ষমতার শপথ ! আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব । তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয় ।"
তাই শয়তান আমাদের সকল ভালো কাজে বাধা দেয়।