219 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 6

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 6
দাঁত ব্যাথার কারণ
দাঁত ব্যথার প্রধান কারণ হলো ডেন্টাল ক্যারিজ
বা দাঁত ক্ষয় রোগ। দাঁত ক্ষয় রোগে সাধারণত
দাঁতের কোনো অংশে গর্ত হয়ে যায় ও দাঁত ব্যথা
করে। দাঁত ব্যথার অন্যান্য কারণগুলো হচ্ছে
আক্কেল দাঁতের সমস্যা, মাঢ়িতে ইনফেকশন, পুঁজ
হওয়া, আঘাতের কারণে দাঁতে ফাটল, ক্যারিজ
ইত্যাদি।
বলা নেই কওয়া নেই হঠাৎ শুরু হয়ে গেলো দাঁতের
ব্যথা। আর আপনি ব্যথায় কাতরানো ছাড়া অন্য
কিছু করতে পারছেন না মোটেও। দ্রুত দাঁতের
ডাক্তার বা ডেন্টিস্টের কাছে যাওয়া খুবই জরুরী।
কিন্তু তখনই কি করে সম্ভব? তার দারস্থ হতেও
তো অন্তত কিছুটা সময় দরকার। তখনই কি
করণীয়? জেনে নিন সেসবই। কিছু ঘরোয়া উপায়
জেনে নিলে এই সময় খানিকটা সময়ের জন্য মিলবে
স্বস্তি। অবসান ঘটবে ব্যথার।
(1) দারচিনি:-
এসময়ে স্বস্তি দিতে পারে দারচিনি। এর মধ্যে
অ্যান্টিব্যাকটেরিয়াল আর ব্যথা কমানোর গুন
আছে ভরপুর। শুধু ব্যথা কমানোই নয়, এছাড়াও
দারচিনি দাঁতকে আরো মজবুত করে তোলে। এইসব
কারণে দারচিনি দাঁত আর মাড়ির জন্য খুবই
উপকারী। দাঁত ব্যথা করলে একটা দারচিনির টুকরো
নিয়ে যে অংশে ব্যাথা হছে সেই অংশের উপর রাখুন।
হাল্কা করে চিবুতে থাকুন আর দারচিনি থেকে যে
রসটা বেরোচ্ছে তা কিছুক্ষণ দাঁতের অংশে রেখে
গিলে ফেলুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ব্যথা
অনেকটা কমে আসছে।
(2)লবণ পানিঃ-
একেবারে সাধারণ এবং প্রচলিত এই প্রক্রিয়া
আসলেই কার্যকর। এক গ্লাস গরম পানিতে বেশি
করে লবণ গুলে কুলকুচি করুন যতক্ষণ সম্ভব।
দাঁতের ব্যথার কারন হিসেবে যদি কোনও জীবাণু
থেকে থাকে তবে তা দূর হবে। এছাড়াও মাড়িতে রক্ত
চলাচল ভালো করে দেয় এবং সাময়িকভাবে দাঁত
ব্যাথা কমে আসে। তবে এই লবণ পানি খেয়ে
ফেলবেন না যেন। কুলকুচি করে ফেলে দেবেন।
(3)লবঙ্গঃ-
যে দাঁতটা ব্যথা করছে, তার ওপরে বা পাশে(যেখানে
ব্যাথা) একটা লবঙ্গ রেখে দিন। মাড়ি আর দাঁতের
মাঝে বা দুই চোয়ালের মাঝে এই লবঙ্গ চেপে রাখতে
পারেন যতক্ষণ না ব্যথা চলে যায়। লবঙ্গের তেল
ব্যবহার করতে পারেন তবে দুই-এক ফোঁটার বেশি
নয়। লবঙ্গ গুঁড়োর সাথে পানি বা অলিভ অয়েল
মিশিয়ে পেস্ট তৈরি করেও লাগাতে পারেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
13 সেপ্টেম্বর 2018 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
1 উত্তর
13 জুন 2018 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন molla Level 5
1 উত্তর
1 উত্তর
01 নভেম্বর 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন GrManik Level 5
1 উত্তর
25 এপ্রিল 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন হাফিজ Level 2
1 উত্তর
18 নভেম্বর 2018 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md.Waliullah Level 5
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...