বিয়ের প্রথম রাতে শারীরিক সম্পর্ক করা অবশ্যই ঠিক।কেন ঠিক হবে না? এটি শারীরিক ভাবে মিলিত হওয়ার জন্য সবচেয়ে উত্তম রাত।অনেকেই রয়েছে দীর্ঘ সময় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে।এইদিনে বেশিরভাগ মানুষ প্রথম মিলনের অভিজ্ঞতা অর্জন করে।তাই এটি একটি আনন্দময় মুহূর্ত।বাসর রাতে স্ত্রী তার নিজের গয়না খুলে নিয়ে হাত মুখ ধুয়ে নিবে, স্বামীও হাত মুখ ধুয়ে শারীরিক মিলনের জন্য প্রস্তুতি নিবে।জন্মনিয়ন্ত্রণ করতে চাইলে আগে থেকে কনডম নিয়ে রাখবে।শারীরিক মিলনের শুরুতে স্ত্রী লজ্জা বোধ করে থাকলে স্বামী খোলামেলা কথা বলে নিবে।স্ত্রীকে মনে রাখতে হবে এখন সে একজনের বউ। তাকে ভোগ করার সম্পুর্ন অধিকার তার স্বামীর রয়েছে।সহবাস করার উপর স্বামী স্ত্রী দুজনই ফরজ গোসল করে নিবে।