204 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল
সকাল আটটা থেকে বহির্বিভাগ কার্যক্রম শুরু হয়। সবগুলো বিভাগেরই আলাদা আলাদা বহির্বিভাগ আছে। রোগের ধরন বুঝে নির্দিষ্ট বিভাগের টিকেট কেটে সংশ্লিষ্ট চিকিৎসককে দেখাতে হয়। যেমন কারো মানসিক কোন সমস্যা আছে মনে হলে তিনি মানসিক রোগ বিভাগের টিকেট কাটতে পারেন। অবশ্য তিনি মেডিসিন বিভাগের টিকেটও কাটতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট চিকিৎসকই প্রয়োজনীয় বিভাগে রেফার করেন।

সম্প্রতি বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসাল্টেশন সেবা চালু করা হয়েছে। এজন্য ২০০ টাকা মূল্যের একটি টিকেট কাটতে হবে, এক টিকেটে সর্বোচ্চ দুইবার দেখানো যায় এবং টিকেটের মেয়াদ একমাস। আর এ হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা বা ডাগনস্টিক সার্ভিস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে।

ঠিকানা: শাহবাগ মোড, ঢাকা–১০০০
অবস্থান: শাহবাগমোড়ে জাতীয় জাদুঘরের উত্তরে এর অবস্থান।

ফোন: +88 02 9661051-56, +88 02 9661058-60
+88 02 8614545-49, +88 02 8612550-54
+88 02 8618652-56, +88 02 8614001-05
+88 02 8611737-41

ই-মেইল: info@bsmmu.org
ওয়েবসাইট: www.bsmmu.org

শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল
(রোগী দেখাতে হলে ১০ টাকা মূল্যের টিকেট কাটতে হবে। এখানে মেডিসিন, ডেন্টাল, শিশু বিকাশ কেন্দ্র, অর্থোপেডিক ও ট্রমা সার্জন, চর্ম ও যৌন রোগ, শিশু, গাইনী, শিশু সার্জারী, এ্যাজমা সেন্টার, নিউরোলজি ও কার্ডিওলজি বিভাগসহ মোট ১১ টি বিভাগ রয়েছে । বহি: বিভাগ প্রতিদিন সকাল ০৮.০০ ঘটিকা হইতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকে ।)

অবস্থান: শহীদ সোহরাওয়াদী  হাসপাতাল  ঢাকার শেরে–ই–বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট এর পাশে অবস্থিত ।

ফোন: ৯১৩০৮০০–১৯

ঢাকা শিশু হাসপাতাল
বহি:বিভাগে ডাক্তার দেখাতে হলে প্রথমেকাউন্টার থেকে ২০ টাকা মূল্যের টিকেট কাটতে হয় এবং জরুরী বিভাগে রোগী দেখাতে হলে ৫০ টাকা মূল্যের টিকেট কাটতে হবে।

অবস্থান: ঢাকা শেরে বাংলা নগরে শ্যামলী বাস স্ট্যান্ডের ২০ – ৩০ গজ পূর্ব দিকে শিশুমেলার পূর্বে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্রের পশ্চিম পাশে এটি অবস্থিত।

ফোন: ৮১১৬০৬১–৬২, ৮১১৪৫৭১–৭২

ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের বহি:বিভাগে ৫ টাকার টিকেট কেটেডাক্তার দেখানোর ব্যবস্থা রয়ছে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের নিকট দেখাতে ৩০ টাকার টিকেট কাটতে হয়। বহিঃ বিভাগে মেডিসিন, নাক কান গলা, গাইনী, চর্ম এবং শিশু রোগের চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে।

ঠিকানা: নওয়াব ইউসুফ রোড, নয়াবাজার, ঢাকা–১১০০
অবস্থান: ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল নয়াবাজার ব্রীজ সংলগ্ন স্থানে।

ফোন নম্বর: ৭৩৯০৮৬০।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
এখানে সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়। বহির্বিভাগ টিকেটের মূল্য ১০ টাকা।

ঠিকানা: শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭
অবস্থান: সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ৫০ গজ উত্তর দিকে মিরপুর রোডের পূর্ব পাশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।

ফোন: ০২- ৯১২২৫৬০
ফ্যাক্স: ৮৮-০২- ৮১৪২৯৮৬

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল
প্রধানত মানসিক সমস্যাগ্রস্ত রোগীদের চিকিত্সা সেবা প্রদান করা হয়। বহি:র্বিভাগে ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়।

ঠিকানা: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
এই হাসপাতালের বহির্বিভাগে সাধারণত চোখের যাবতীয় সমস্যার চিকিৎসা  দেয়া হয়। বহির্বিভাগের ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়।
শেরেবাংলা নগর, ঢাকা- ১২১৭

ফোন: ০২- ৯১১৮৩৩৬, ৮১১৪৮০৭
ফ্যাক্স: ৮৮-০২- ৮১১৭২০২

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
এখানে সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়।হাসপাতালটি বহির্বিভাগের ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা দিয়ে একটি টিকেট সংগ্রহ করতে হয়।

ঠিকানা: মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ৫০ গজ উত্তরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।
মহাখালী, ঢাকা- ১২১২

ফোন: ০২- ৯৮৮০০৭৮

জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল
বহি:র্বিভাগে রোগী দেখানোর জন্য ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়।

ঠিকানা এবং অবস্থান: হাসপাতালটি জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ১০০ গজ উত্তরে হাতের ডান পাশে এবং জাতীয় মানসিক ইনষ্টিটিউট হাসপাতালের দক্ষিণ পাশে।
জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল
শেরে বাংলা নগর, ঢাকা।

ফোন: ৯১৩৬৫৫৬০-৩

জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতাল
বর্হি বিভাগ প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। সরকারী ছুটির দিন ব্যতীত।

বর্হিবিভাগে সাধারণত হাড়ভাঙ্গা, হাড়জোড়া, হাতে টিউমার, দূর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, পঙ্গু, বিকলঙ্গ ইত্যাদি রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।

বর্হিবিভাগের টিকেটের মূল্য ১০ টাকা। এই টিকেট নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়।

শ্যামলীতে অবস্থিত শিশু মেলার পূর্বে জাতীয় শিশু হাসপাতালের সাথেই (পূর্ব) জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।

ঠিকানা: শেরে  বাংলানগর, ঢাকা- ১২০৭

ফোন: ৯১৪৪১৯০-৪, ৯১১২১৫০
মোবাইল: ০১৮৪১-২২২২২৪

ই-মেইল: nitortz@yahoo.com

আইসিডিডিআরবি ঠিকানা
মহাখালি কাঁচাবাজার থেকে মহাখালি আন্ত:জেলা বাস টার্মিনালের দিকে ২০০ গজ সামনে হাতের বাম দিকে আইসিডিআরবি অবস্থিত।

ফোন নং: ৮৮০৬৫২৩-৩২
ফ্যাক্স: ৮৮-০২-৮৮১৯১৩৩, ৮৮২৩১১৬
জরুরী বিভাগের নম্বর: ৯৮৯৯০৬৭

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
02 এপ্রিল 2021 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
1 উত্তর
30 জুন 2020 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
1 উত্তর
01 ডিসেম্বর 2019 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
0 টি উত্তর
29 অগাস্ট 2019 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Shahalomahmed Level 1
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...