95 বার প্রদর্শিত
"কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে করেছেন (1,064 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (1,064 পয়েন্ট)
উইন্ডোজ ইউজারদের দেখা যায় কম্পিউটার চালু হওয়া মাত্রই ডেস্কটপে মাউসের রাইট ক্লিক করে ১০-২০ বার শুধু রিফ্রেশই করতে থাকে। তাদের ধারণা, এতে পিসির স্পীড বৃদ্ধি পায়!

কিন্তু, দুঃখের সাথে জানাতে হচ্ছে, এটি আগাগোড়া একটা ভ্রান্ত ধারণা! এই রিফ্রেশের কোনও ক্ষমতাই নেই আপনার পিসির স্পীড বাড়ানোর। ১ হাজার বার রিফ্রেশ করলেও বিন্দু মাত্র বাড়বে না স্পীড। বরং কমে যেতে পারে!

রিফ্রেশ অপশনটির ব্যাবহারঃ এর কাজ হল আইকনগুলির প্রদর্শন ঠিকঠাক করা। অর্থাৎ আপনি যদি উদাহরণস্বরূপ ডেস্কটপে কোনও পরিবর্তন করে থাকেন এবং রেজাল্ট দেখতে না পান তবেই রিফ্রেশ করতে হবে এবং পরিবর্তনটা দেখা যাবে। বেশি রিফ্রেশ করলে বরং কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। কারণ, প্রত্যেকবার রিফ্রেস করার সময় আপনার উইন্ডোতে থাকা সকল আইকন এবং ফাইলগুলো রিলোড হয়। এতে কম্পিউটিং পাওয়ার ক্ষয় হয়।

মনে করুন, আপনার পিসির একটি ফোল্ডারে ৪০০টি ভিডিও ফাইল রয়েছে, এখন আপনি যখন ফোল্ডারটি ওপেন করবেন, তখন ভিডিও ফাইলগুলোর থ্যাম্বনেইল লোড শেষ হয়ে ফোল্ডারটি রেডি হতে একটু সময় লাগবে। এখন আপনি যদি সেখানে রিফ্রেশ করে দেন, তো ফাইলগুলোর থ্যাম্বনেইল পুনরায় রিলোড হবে, ফলে উইন্ডোজ এক্সপ্লোরার স্লো হয়ে পড়বে। অনেকে আবার কম্যান্ড এ TREE লিখে পিসির স্পীড বাড়ানোর চেষ্টা করেন। এটিরও ক্ষমতা নেই স্পীড বাড়ানোর।

যেভাবে স্পীড বাড়াবেনঃ পিসির স্পীড বাড়াতে এর হার্ডওয়্যারগুলো আপগ্রেডের বিকল্প নেই। পুরো সিস্টেম আপগ্রেড করা না গেলে শুধু প্রসেসর ও র‍্যাম আপগ্রেড করুন আর সাথে একটা SSD লাগিয়ে নিন। ভাল গতি পাবেন আশা করি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
19 ফেব্রুয়ারি 2018 "রূপচর্চা" বিভাগে জিজ্ঞাসা করেছেন builderbd (1,226 পয়েন্ট)
1 উত্তর
29 জুলাই 2020 "কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা করেছেন itsmamun (23 পয়েন্ট)
1 উত্তর
25 মে 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন At Munna (2,200 পয়েন্ট)
0 টি উত্তর
11 এপ্রিল 2020 "কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন (4,292 পয়েন্ট)
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...