152 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 7
অনেকেই এমন আছে চিৎকার দিয়ে জিকির করতে করতে আর মাথা দুলাতে দুলাতে গলায় ও গাড়ে ব্যাথা নিয়ে আসে।আল্লাহর জিকির করার এটা কি সঠিক নিয়ম নাকি নিরব স্বরে বা অস্তিরতা না করে।

1 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 6
আপনার প্রশ্নের উত্তর আপনার রব তার কালামে পাক এ সরাসরিই বলে দিয়েছেন!     

আর সকাল-সন্ধ্যায় তোমার প্রভুকে স্মরণ করতে থাকো মনে মনে একান্ত বিনয়ের সঙ্গে, ভীতসন্ত্রস্ত হয়ে এবং অনুচ্চ স্বরে (এমন স্বরে, যা চিৎকার করে বলা অপেক্ষা কম) আর তুমি উদাসীন হয়ো না। (সুরা : আরাফ, আয়াত : ২০৫)

করেছেন Level 7
কিন্তু ভাই কষ্ট লাগে এটা দেখে আল্লাহকে ডাকতে বলা হয় একান্ত নিরবে কিন্তু এমন লোক দেখতে পাওয়া যায় যে মাহফিলের বাশঁ বেয়ে উঠতে থাকে , শরীর মাথা এমন ভাবে ঝাকাতে থাকে যা দেখলেই হাসি পায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
22 জুন 2018 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন sakhawat062 Level 7
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...