3,048 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 1
করেছেন Level 1
হযরত আবু বকর (রাঃ)

2 উত্তর

0 টি ভোট
করেছেন Level 5
 
সর্বোত্তম উত্তর

1:সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
উত্তর: হযরত খাদিজা (রাঃ)।
2:পুরুষদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে?
উত্তর: হযরত আবু বকর (রাঃ)।
3:ক্রীতদাসের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে?
উত্তর: হযরত যায়িদ (রাঃ)।
4: বালকদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে?
উত্তর: হযরত আলী (রাঃ)।
5: ইসলামের প্রথম শহীদ কে?
উত্তর: হযরত সুমাইয়া (রাঃ)।
6: পুরুষদের মধ্যে শহীদ প্রথম হন কে?
উত্তর: হযরত ইয়াসির (রাঃ)।
7:ইসলামের প্রথম মুয়াজ্জিন কে?
উত্তর: হযরত বেলাল (রাঃ)।
8:হিজরী সনের প্রবর্তন করেন কে?
উত্তর: দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ)।
9:নামাজের কিবলা পরিবর্তন হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: ৬২৩।
10: ইসলাম ধর্মে প্রথম রোযা ফরজ হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: ৬২৪ খ্রিস্টাব্দে।
11:আমাদের জন্য যাকাত ফরজ হয় কত হিজরীতে?
উত্তর: ৭ম হিজরীতে।
12: আমাদের জন্য হজ্জ্ব ফরজ হয় কত হিজরীতে?
উত্তর: ৯ম হিজরীতে।

0 টি ভোট
করেছেন Level 4
বালকদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত আবু বকর সিদ্দিক (রা:)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...