155 বার প্রদর্শিত
"মোবাইল ফোন" বিভাগে করেছেন Level 1
আমি Oppo A37 মোবাইল চালাই। এতে ১৬ জিবি রম রয়েছে এবং ২ জিবি মেমরি কার্ড লাগিয়েছি। সিস্টেম ও সব ডাউনলোড নিয়ে প্রায় ১৪ জিবি ভরেছি। ফলে আরও ৪ জিবি খালি ছিল। কিন্তু গত একমাস ধরে লক্ষ্য করছি মেমরি প্রতিদিনই কিছুটা কমছে এবং এখন মাত্র ১ জিবি ফাঁকা আছে। কোনো কিছু ডাউনলোড করিনি। উল্লেখ্য আমি নিয়মিত এন্টিভাইরাস সফটওয়্যার দ্বারা ক্লিন করে রাখি। কিন্তু তারপরও আমার এই সমস্যা কেন হচ্ছে ও সমাধান কী?

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
আপনি ফোনের ক্লিনার সফটওয়্যার দিয়ে ফোনের ইতিহাস, ক্যাশ মেমোরি ও কুকিগুলো মুছে ফেলুন। হতে পারে, এগুলো ক্রমাগত বাড়ার ফলে ফোনের আজ এই দশা। ফোনের অপ্রয়োজনীয় ফাইল, অ্যাপ, ভিডিও ইত্যাদি ইত্যাদিও ডিলিট করুন। কাজ না হলে অবশেষে ফোন রিস্টোর করতে পারেন; এতে ফোন পুনরায় সতেজতা ফিরে পাবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
14 সেপ্টেম্বর 2020 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...