207 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
ফিশন বিক্রিয়া (Fission Reaction): মূলত ভারী মৌল ভেঙ্গে হালকা মৌলে পরিণত হবার প্রক্রিয়াকেই ফিশন বিক্রিয়া বলা হয়। কোন ভারী মৌলের নিউক্লিয়াসে যদি নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন সেটি উত্তেজিত হয়ে ভেঙ্গে দুটি তুলনামূলক হালকা মৌলে পরিণত হয়। এসময় কিছু নিউট্রন বিচ্ছিন্নভাবে নির্গত হয়। দেখা যায় প্রাথমিক ভারী মৌলের পরমাণুর ভর অপেক্ষা নতুন সৃষ্ট দুটি মৌলের পরমাণু ও অতিরিক্ত নিউট্রনের ভরের যোগফল কিছুটা কম। অর্থাৎ ভারী মৌল ভেঙ্গে হালকা মৌলে পরিণত হবার সময় কিছুটা ভর হারায়। এই হারানো ভরই ভর-শক্তি তুল্যতা সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয় এবং তেজস্ক্রিয় বিকিরণ, তাপ ইত্যাদি রূপে ছড়িয়ে পরে। এই পদ্ধতিকে কেন্দ্র করেই ইউরেনিয়ামের মত ভারী ধাতব কে কাজে লাগিয়ে পারমানবিক চুল্লিতে (Nuclear Reactor) শক্তি সংগ্রহ করা হয়। উদাহরণ স্বরূপ ধরা যাক – n + U235 → Ba144 + Kr89 + 3n। এই বিক্রিয়ায় ইউরেনিয়াম২৩৫ কে নিউট্রন দ্বারা উত্তেজিত করার ফলে বেরিয়াম১৪৪ এবং ক্রিপটন৮৯ এই দুটি তুলনামূলক হালকা মৌল তৈরি হল। এই বিক্রিয়ায় বাইরে থেকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হচ্ছে এবং বিক্রিয়া শেষে দুটি হালকা মৌল তৈরি হবার পরেও তিনটি অতিরিক্ত নিউট্রন এবং কিছুটা শক্তি পাওয়া যাচ্ছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
01 জুন 2020 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fahad Level 2
1 উত্তর
1 উত্তর
1 উত্তর
1 উত্তর
23 ফেব্রুয়ারি 2020 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nazmul hasan Level 7
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...