157 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
হজ্ব চলাকালীন সময়ে যদি কোন মহিলার মাসিক ঋতুস্রাব শুরু হয়, তাহলে তাঁর করণীয় হচ্ছে:- বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্বের বাকি অন্যান্য সব কাজ অপরাপর হাজীদের মতোই চালিয়ে যাবেন। অতঃপর পবিত্র হয়ে কেবল ফরজ তাওয়াফের কাজা করে নিবেন। উলেখ্য, এমাতবস্থায় সুন্নাত ও ওয়াজিব তাওয়াফ তাঁর জিম্মা থেকে রহিত হয়ে যাবে। তাই সেগুলো আর আদায় করতে হবে না। (সংগৃহীত)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...