226 বার প্রদর্শিত
"নিত্যনতুন সমস্যা" বিভাগে করেছেন Level 1
আমার ছোট থেকে ইচ্ছা বড় হয়ে একটা পিসি কিনবো! আবার কিছুদিন ধরে ভাবতেছি দূরে কোথাও ঘুরতে যাবো! কিন্তু আমার কাছে যা টাকা আছে তা দিয়ে যেকোন একটা করা সম্ভব। তো আমার এখন কোনটা করা উচিত হবে?

3 উত্তর

+3 টি ভোট
করেছেন Level 2
আমার মতে আপনার কম্পিউটার কেনা উচিত, এটি আপনার বহু কাজে লাগবে। কিন্তু ভ্রমণ সাময়িক আনন্দ দেয়, কিন্তু কম্পিউটার আপনার দীর্ঘদিনের সঙ্গী হবে। তাই আমার মতে কম্পিউটার কেনা উচিত।
করেছেন Level 1
ধন্যবাদ ভাই
+2 টি ভোট
করেছেন Level 2
আপনি পিসি কিনুন * তাহলে ভালো হবে * কারণঃ পিসি কিনলে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে আপনার লাভ হবে* আর যদি বেড়াতে যান তাহলে কয়েকদিনের মধ্যেই টাকা শেষ হয়ে যাবে কোনো লাভ হবেনা*
+1 টি ভোট
করেছেন Level 7
আপনার যেহেতু ছোটবেলা থেকেই একটা পিসি কেনার স্বপ্ন রয়েছে তাই পিসিই কিনুন। কারণ এটার জন্য হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করে ছিলেন।ঘুরাঘুরিতো যেকোন সময়ই করতে পারবেন।তারপরও এটা আপনার ব্যাক্তিগত স্বীদ্ধান্ত।আপনিই ভালো বুঝবেন আপনার কি করা উচিত হবে।  

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
0 টি উত্তর
15 জুন 2020 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন আরাফাত ইসলাম Level 1
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...