215 বার প্রদর্শিত
"কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে করেছেন Level 5
আমার Gp sim টি 2g না 3g কিভাবে জানবো আমি,,,
করেছেন Level 8
আপনার সিমটি কি সিম?

2 উত্তর

0 টি ভোট
করেছেন Level 5
 
সর্বোত্তম উত্তর
সকল সীম 2G & 3G সমর্থন করে। কিন্তু 4G সমর্থন নাও করতে পারে যদি আপনার সীমটি পুরোনো হয়। পুরোনো সীমের ক্ষেত্রে তুলনামূলক ক্ষমতা না থাকায় 4G নেটওয়ার্ক কভারেজ নিতে পারে না। সেক্ষেত্রে আপনাকে সীমটি রিপ্লেস করতে হতে পারে। রিপ্লেস করতে আপনাকে জিপির রিটেইলার অথবা জিপি পয়েন্টে যোগাযোগ করে নির্দিষ্ট ফি আদায়ের মাধ্যমে তা করতে হবে। আবার আপনার সীম যদি নতুন হয় সেক্ষেত্রে 4G সাপোর্টেড হওয়ার সম্ভাবনা বেশি। এবং আপনার ফোনে তা কানেক্ট করে সেটিংস-এ 4G enable করে দিলেই হয়ে যাবে। ধন্যবাদ।
0 টি ভোট
করেছেন Level 8
2G,3G,4G এগুলোর জন্য আলাদা সিম নেই।আপনার ফোন 3G সাপোর্ট করলে যেকোন সিম দিয়ে চালাতে পারবেন।আলাদা কোন সিম নেই।
করেছেন Level 5
+1
তবে অনেক ক্ষেত্রে নেটওয়ার্ক কভারেজ নেয় না বিধায় সীম রিপ্লেস করে নিতে হয় 4G -এর ক্ষেত্রে। বিশেষ করে পুরোনো সীমে।
করেছেন Level 8
হুম্ম হতে পারে,তবে আমার কোন সমস্যা হয় নি। 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...