search
প্রবেশ
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।প্রশ্ন উত্তর করতে এখনই নিবন্ধন করুন।
66 বার প্রদর্শিত

কারণসহ লিখবেন! 

"মতামত" বিভাগে

1 উত্তর

2 টি ভোট
 
সর্বোত্তম উত্তর
না আমি মনে করি আমাদের জাতীয় সঙ্গীত ঠিকই রয়েছে।ফেসবুকে ইদানিং কিছু লোক জাতীয় সঙ্গীত এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।তাদের বক্তব্য হচ্ছে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছে ভারতীয়।এই যুক্তি সম্পুর্ণ ভুল।কারণ রবীন্দ্রনাথ যখন জাতীয় সঙ্গীত লিখেছেন তখন ভারত এবং বাংলাদেশের জন্মই হয় নি।এছাড়া তারা রবীন্দ্রনাথকে নিয়ে অপপ্রচার চালায় যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিলেন,এই কথাটিও সম্পুর্ন ভুল।এটা একটা অপপ্রচার।এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়াই ভালো।আমি আমাদের জাতীয় সঙ্গীত সমর্থন করি।জাতীয় সঙ্গীত শোনার সময় আপনি যে অনুভুতি পাবেন সেটা অন্য কোন গানে পাবেন না। আর এসব অপপ্রচারেে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইলো।

সম্পর্কিত প্রশ্ন