search
প্রবেশ
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।প্রশ্ন উত্তর করতে এখনই নিবন্ধন করুন।
27 বার প্রদর্শিত
"মোবাইল ফোন" বিভাগে
হ্যা সমস্যা হতে পারে।

1 উত্তর

1 টি ভোট
হ্যাঁ, এন্ড্রয়েড ফোনের ডিসপ্লেতে বালি ঢুকলে মোবাইলটির ডিসপ্লের ক্ষতি হতে পারে । আপনি 'Power off' অর্থাৎ মোবাইলটি বন্ধ করে রাখুন । দয়া করে, ভুলেও মোবাইল ওফেন করবেন, এতে ডিসপ্লে নষ্ট হওয়ার ঝুঁকি আছে । আবার, নিজে থেকে মোবাইলটি ঠিক করাও চেষ্টা করবেন । আপনি খুব তাড়াতাড়ি, আপনার নিকটবর্তী 'মোবাইল সার্ভিসিং সেন্টার'-এ যান এবং সেখানে মোবাইল কারবারিকে মোবালটি দেখান । আমার জানামতে, মোবাইল ওয়াশ করতে ১০০ থেকে ১৫০ টাকা লাগতে পারে, ধন্যবাদ ।

সম্পর্কিত প্রশ্ন

1 উত্তর
আমি শাওমি রেডমি ৮ এ ফোনটি কিনতে চাচ্ছি।RAM 2GB ROM 32GB এতে আমি একটি 64GB মেমরি কার্ড ব্যাবহার করবো।এবং ভাবছি আমার পছন্দের গান ছবি প্রয়োজনীয় তথ্যগুলো গুগল ড্রাইভে জমা করে রাখবো।এখন আমার প্রশ্ন হলো ফোনটির রেম ২ জিবি ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৩২জিবি।এ অবস্হায় ফোনে একটি ... তো ফ্রি ১৫ জিবি মেমরি দেয়া থাকে।এখানে প্রয়োজনীয় তথ্য জমা করে রাখবো।এতো স্টোরেজ ব্যাবহার করলে ফোনের কোন Problem দেখা দিবে কি ?
1 দিন পূর্বে "মোবাইল ফোন" বিভাগে জিজ্ঞাসা Abinashray
0 টি উত্তর
আমার দুটি প্রশ্ন ছিল, আশা করি তার সঠিক উত্তর পাব। ১। এন্ড্রয়েড মোবাইল দিয়ে অনলাইন থেকে আয় করার সব থেকে সহজ উপায় কোনটি?  ২। আমার একটি সাইট আছে (http://cyberbn.com) যেখানে ব্যবহারকারীরা তাদের নিজস্ব লেখা প্রকাশ করতে পারে। তার বিনিময়ে আমি তাদেরকে টাকা দেই। ... আমি এমন কি করতে পারি যাতে করে লেখকের পাশাপাশি ভালো মানের কিছু ভিজিটরও পাওয়া যায়?   প্লিজ কেউ সাহায্য করুন। আমার সাহায্যটার খুব বেশি দরকার। 
14 ডিসেম্বর 2018 "কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা মোঃ খোকন মিয়া