426 বার প্রদর্শিত
"রূপচর্চা" বিভাগে করেছেন Level 1

আমি একজন মেয়ে,বয়স ২০। আমার মুখে অনেক ব্রণ ছোট ফুশকুরির মত। আমি চিকিৎসক এর পরামর্শ ছাড়া সাফি সিরাপ খাচ্ছি রাতে দুইচামচ করে। এখন অনেকে বলতেছে এটা খেলে নাকি ব্রণ বাড়ে। আবার অনেকে বলে এটা ভুয়া। আমার প্রশ্ন হল এই সাইটে কি এমন কেউ আছেন যে সাফি সিরাপ খেয়ে ব্রণ থেকে রক্ষা পেয়েছেন? বা এটি খেলে ব্রণ কি বাড়ে? সত্যি ই এটা ব্রণ কমায়। আমার মুখে অসংখ্য ব্রণ। আবারো বলছি একমাত্র যারা সেবন করছেন তারাই উত্তর লিখবেন। মনগড়া কথা বা অন্যের শুনে লিখবেন না। অগ্রিম ধন্যবাদ।

1 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 3
ছাফী সিরাপ খেলে দেহের বিভিন্ন প্রকার চর্মরোগ যেমন,ব্রন ফোঁড়া,ফুসকুড়ি,বিবর্নতা,আর্টিকেয়া,চুলকানি,খুজলি-পাঁচড়া নিরাময় করে থাকে।এছাড়া ও মন প্রফুল্ল রাখে,ত্বকের লাবণ্য বৃদ্ধি করে।আমি একজন ছেলে বয়স ১৮ আমি এটা ব্রনের জন্য খেয়েছিলাম আমার ব্রন একদম আর নেই বললেই চলে।তবে মুখে কোন প্রকার সাবান ব্যাবহার করেনি আমি,,,,,
করেছেন Level 1
আচ্ছা আমি এটি কয়বার। খাবো..?
করেছেন Level 3
+1
দিনে ২ বার ২ চামুচ করে ভাত খাওয়ার পর।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
0 টি উত্তর
14 এপ্রিল 2020 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বাঘা বালক Level 1
2 টি উত্তর
16 জানুয়ারি 2019 "নিত্যনতুন সমস্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন সিয়াম আহমেদ Level 1
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...