search
প্রবেশ
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।প্রশ্ন উত্তর করতে এখনই নিবন্ধন করুন।
81 বার প্রদর্শিত
এসির বিদ্যুৎ খরচ কত টাকা আসতে পারে?
"ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স" বিভাগে

1 উত্তর

0 টি ভোট
আপনার টন অনুয়ায়ী এসি ব্যবহার করতে পারেন তবে তা নির্ভর করে আপনি কত টুক ওয়াট এ তা ব্যাবহার করবেন তার উপর।
আপনি এ ছাড়া সুত্র অনুয়ায়ী বের করতে পারেন এসি কতটুক কারেন্ট ব্যাবহার করছে।
সুত্র: আপনার এসি যদি ১০০০ ওয়াট হয় আর তা যদি ৮ ঘন্টা ব্যাবহার করা হয় তাহলে ১০০০*৮=৮০০০/১০০০=৮
অথ্যাৎ আপনি ৮ ঘন্টা ব্যাবহার করলে ৮ ইউনিট খরচ হবে।