search
প্রবেশ
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।প্রশ্ন উত্তর করতে এখনই নিবন্ধন করুন।
43 বার প্রদর্শিত
উক্ত সাইটটিতে Downvote দেয়ার একটা সিস্টেম চালু আছে, এটা আমরা সকলেই জানি।

আমার মনে হয় এই Downvote এর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করলে ভালো হয়।

কারণ অযৌক্তিক ভাবে অনেককেই Downvote দিতে দেখা যায়, যা উত্তর প্রদানকারীকে বিব্রত করে তোলে।

বিধিনিষেধ বলতে আমি বোঝাতে চাচ্ছি, কেউ যদি কোন উত্তরে Downvote দিতে চায়, তাহলে তার কারণ উল্লেখ করে প্রশ্নটির সঠিক উত্তর প্রদান করতে হবে।

এই রকম হলে, সহজে কেউ Downvote দিতে সাহস পাবে না।

আর সেই সাথে প্রশাসকগণ কে অনুরোধ করে বলতে চাই, Notification -এ যেন Downvote প্রদানকারীর নামসহ দেয়া হলে সবচেয়ে ভালো হয়।

যদিও এটা হিংসাত্ত্বমূলক হতে পারে।
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে
বিভাগ পূনঃনির্ধারিত করেছেন
হিংসাত্ত্বমূলক হলে সাইটে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।তার চেয়ে ভালো কারো যদি মনে হয় তাকে কেউ অকারণে ডাউনভোট দিয়েছে তাহলে সেই প্রশ্নের লিংক দিয়ে প্রশাসক কে বলা হয় এবং তার যুক্তি যদি ঠিক হয় তাহলে যেন তার ৫০০ পয়েন্ট কেটে নেওয়া হয়।

এবার হতে বিশেষ সদস্য ছাড়া কেউ অসম্মত ভোট দিতে পারবে না।

ধন্যবাদ, 

বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য।

এই প্রশ্নটির উত্তর দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর 26 বার প্রদর্শিত
26 বার প্রদর্শিত 28 অগাস্ট "অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা Md Muhibbulla
0 টি উত্তর 90 বার প্রদর্শিত
1 উত্তর 61 বার প্রদর্শিত
61 বার প্রদর্শিত
এই সাইটে কি লুকিয়ে প্রশ্ন করার কোনো নিয়ম নেই? আর যদি নিয়মটা না থাকে তাহলে কি এই নিয়মটা চালু করা যায়না?
01 এপ্রিল "অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা OGGY
1 উত্তর 42 বার প্রদর্শিত
1 উত্তর 18 বার প্রদর্শিত