430 বার প্রদর্শিত
"মতামত" বিভাগে করেছেন Level 8
এমন কোন কারন আছে কি, যার কারনে আপনি বাঙ্গালী হয়ে লজ্জাবোধ করেন?কি সেই কারনগুলি?

5 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 7
এ দেশে শিক্ষার হার কম তাই আমি বাঙ্গালি হয়ে একটু হলেও লজ্জাবোধ করি।তবে এখন শিক্ষার হার বেড়ে চলছে তাই ধীরে ধীরে লজ্জাটাও ভাঙছে।
+2 টি ভোট
করেছেন Level 7
বাংলাদেশের রাস্তাঘাট খুবই অপরিষ্কার অপরিছন্ন। যেখানে সেখানে পোস্টার এবং ময়লা আবর্জনা।ফুটপাতে ঠিকমত হাটা যায় না।যেখানে সেখানে হকাররা বসে থাকে।ঢাকা শহরে এখন ও একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যায়। এসব দেখে বিদেশীরা আমাদের দেশ সম্পর্কে খুবই খারাপ ধারনা নিয়ে যায়।যা বাঙ্গালি হিসেবে আমার কাছে খুবই লজ্জাজনক।
করেছেন Level 5
–1
তেমন কোনো কারণ নেই......।
+2 টি ভোট
করেছেন Level 6
বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম মুসলিম দেশ হলেও এখানে ইসলাম কায়েম হয়না বরং আলেম উলামা অপমানিত হয় তাই বাঙ্গালি হয়ে লজ্জাবোধ হয়।
0 টি ভোট
করেছেন Level 6
আমাদের মাতৃভাষা বাংলা।কিন্তু এখন অনেকে অন্য ভাষায় কথা বলতে চায়।বাংলা বলতে চায় না।আমি এ কারণে লজ্জিত।
0 টি ভোট
করেছেন Level 5
বাঙালিরা এখনও নিজের ভালোমন্দ ভালো করে বোঝে না।এটার কারণে নিজেরাই নিজেদের ক্ষতি করে।আমি এটা নিয়ে লজ্জাবোধ করি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...