157 বার প্রদর্শিত
"ব্যাবসা ও চাকুরী" বিভাগে করেছেন Level 3
অ্যাকোয়া কার্ড সম্পর্কে জানতে চাই।

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 8

ebl aqua mastercard

আমি কিছুদিন আগেই এই কার্ডটি করিয়েছি।যারা বিদেশি কোনো সাইট থেকে অনলাইনে কোনো সার্ভিস কিংবা প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য এই কার্ডটি খুব ভালো।

 কি কি লাগবে?

১) আপনার ন্যাশনাল আইডি কার্ড।

২) যদি ডুয়েল কারেন্সি নিতে চান তাহলে অবশ্যই পাসপোর্ট থাকা লাগবে।ডুয়েল কারেন্সি না নিলে ডলারে কোনো কিছু কিনতে পারবেন না।

৩)৫৭৫ টাকা (৩ বছরের জন্য)

কোথায় যেতে হবে?

আপনার নিকটস্থ ইবিএল ব্যাংকে চলে যান।এরপর ওনারা আপনাকে কিছু ফরম দিবে।আর ওনাদেরকে অবশ্যই বলে দিবেন যে আমি ডুয়েল কারেন্সি নিবো এবং অনলাইনে কেনাকাটা করবো।তাহলে আপনাকে আরো একটা ফর্ম দিবে।সবকিছু পূরন করে টাকা জমা দিলে আপনাকে ওনারা কার্ড দিয়ে দিবে।তবে কার্ড একটিব হতে ৪৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

ডলার এনডোর্সমেন্টঃ

 এইখানেই কাজ শেষ নয়। কার্ড একটিভ হওয়ার পর আপনি একটি এসএমএস পাবেন, এরপর আপনাকে  আবার ব্যাংকে যেতে হবে পাসপোর্ট নিয়ে।এরপর ওনারা আপনার পাসপোর্টে  ডলার এনডোর্স করিয়ে দিবে।এরপর একটিভ হতে আরো কিছু  সময় লাগতে পারে।

কাজ শেষ।এবার ডলার লোড করবেন আর ইচ্ছামত খরচ করবেন।

করেছেন Level 3
ধন্যবাদ ভাই..

আচ্ছা সেখানে কি পাসপোর্টটাই নিয়ে যেতে হবে নাকি পাসপোর্ট এর ফটোকপি নিতে হবে...???!!!
করেছেন Level 8
পাসপোর্ট ও নিয়ে যাবেন সাথে ফটোকপিও।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
30 অক্টোবর 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
1 উত্তর
23 জুন 2019 "বিজ্ঞান ও প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abu Jahid Level 1
0 টি উত্তর
12 মে 2023 "ব্যাবসা ও চাকুরী" বিভাগে জিজ্ঞাসা করেছেন Kazi juwel Level 2
0 টি উত্তর
15 ফেব্রুয়ারি 2023 "ব্যাবসা ও চাকুরী" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
0 টি উত্তর
22 এপ্রিল 2022 "ব্যাবসা ও চাকুরী" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
18 ফেব্রুয়ারি 2022 "ব্যাবসা ও চাকুরী" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...