400 বার প্রদর্শিত
"সাধারণ" বিভাগে করেছেন Level 2
(১৫০-২৫০)/- টাকা এর মধ্যে girl friend কে দেওয়ার মত ভাল কি গিফট পাওয়া যাবে???

বিঃ দ্রঃ- আকারে ছোট হলে ভাল হয়। ঘড়ি, ব্রেসলেট, চুড়ি, সু পিস, নুপুর ছাড়া কিচু থাকলে বলেন। এইগুলু দেওয়া হয়ে গেসে

4 উত্তর

+2 টি ভোট
করেছেন
 
সর্বোত্তম উত্তর
আমি কিছু দিতে বলবো না।কারন: কাউকে কিছু দেয়ার থেকে তাঁকে সঠিক সময়টা দেয়া বেশি জরুরি !!! সময় দেয়ার পাশাপাশি তাঁকে  আইসক্রিম বা ভালো চকলেট বা চটপটি ইত্যাদি  দাওয়াত করতে পারেন।



নোট : সবার মন এক নয়।তাই সময় আগে দিন এবং তার পছন্দের কাজ গুলো করার চেষ্টা করুন।
ধন্যবাদ
+1 টি ভোট
করেছেন Level 5
আপনি কানের দুল কিনে দিতে পারেন।
আর একটা কথা
দামি গিফট দিলেই মেয়েরা খুশি হয় না।
আপনি যদি ভালোবেসে একটা গোলাপ দিলেই মেয়েরা খুশি।
0 টি ভোট
করেছেন Level 4
চকলেট বক্স দিতে পারেন।
সাহিত্য পছন্দ করলে কবিতার বই ও দেওয়া যায়।
0 টি ভোট
করেছেন Level 2
উপহার হিসেবে ফুলের উপরে কিছু নেই।

একটি গোলাপ আর কিছু চকলেট, এর চেয়ে সহজ এবং ভালো কোন উপহার হতে পারে বলে আমি মনে করি না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
0 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...