134 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 2
আমরা জানি কোনো প্রাণিকে আগুনে পুড়িয়ে মারা ইসলাম ধর্মে নিষেধ।।। এখন বাজারে ইঁদুর মারার অনেক ধরণের কল (ফাঁদপাতা বাক্স) পাওয়া যায়।।এসব কলে যদি ইঁদুর আটকা পড়ে।।এবং ইসলাম ধর্মে নিষেধের কারণে ইঁদুরকে আগুনে না পুড়িয়ে। পানিতে ডুবিয়ে শ্বাসরুদ্ধ করে মারা যাবে কিনা? অর্থাৎ পানিতে ডুবিয়ে শ্বাসরুদ্ধ করে মারা সম্পর্কে ইসলাম কি বলে??? আর যদি মারা না যায়।।তবে কিভাবে শরীয়ত মুতাবেক মারা যেতে পারে?? বিষয়টা একটু বুঝিয়ে বলবেন।

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 6
ইসলামে কোন প্রাণী পুড়িয়ে মারা, ডুবিয়ে মারা, শ্বাসরূদ্ধ করে মারা জায়েয নেই ৷ আপনি এই তিন পদ্ধতি বাদে অন্য যেকোন পদ্ধতিতে মারতে পারেন ৷আশা করি বুঝতে পেরেছেন
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...