308 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (14 পয়েন্ট)
এই চিরকূট সহকারে বন্ধ করা হয়েছে : too many same answere

4 উত্তর

+3 টি ভোট
করেছেন (463 পয়েন্ট)
যার ব্লেড দিয়ে শেভ করেছেন ওনার যদি এইডস থেকে থাকে,আর সে ব্লেড যদি আপনিও ব্যবহার করে থাকেন তাহলে আপনার ও এইডস হওয়ার সম্ভাবনা থাকবে।এই জন্য সেলুনে সবসময় এই বিষয়ে সতর্ক থাকা উচিত।
+2 টি ভোট
করেছেন
হ্যাঁ এইডস হবে।তাই সবার ই উচিত সেলুন এ নতুন ব্লেড দিয়ে সেভ করা।কারনঃ বেশির ভাগ সেলুনে একটা ব্লেড দিয়ে তিন/চার জন লোকের সেভ করে থাকে।

নোট:সেলুনে সেভ করতে হলে  দোকান থেকে ভালো ও নতুন ব্লেড কিনে সেলুনে দিন এবং বলুন আপনার নতুন ব্লেড টি দিয়ে সেভ করাতে।
সবাইকে ধন্যবাদ
+2 টি ভোট
করেছেন (101 পয়েন্ট)
যার ব্লেড ব্যবহার করছেন তার যদি এইডস থাকে তবে অপর ব্যক্তির এইডস হবার চান্স ৯৯%।
+1 টি ভোট
করেছেন (143 পয়েন্ট)
অনেক সুন্দর প্রশ্ন করেছেন। একটি ব্লেড দিয়ে যদি একজনের সেইভ করা হয় এবং সেই ব্যাক্তির যদি এইডস হয়ে থাকে, আর ব্লেডের মধ্যে যদি এইডস এর জীবানু "এইচ আই ভি" লেগে থাকে তাহলে আপনার ও এইডস হবার সম্ভাবনা থাকে। তাই উচিত হবে নতুন ব্লেইড দিয়ে সেইভ করা।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

2 টি উত্তর
1 উত্তর
27 জুলাই 2018 "যৌন" বিভাগে জিজ্ঞাসা করেছেন builderbd (1,226 পয়েন্ট)
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...